Logo

রাজনীতি    >>   দুদকের কমিশনারের আহ্বান: দুর্নীতি দমনে সততার প্রত্যয়

দুদকের কমিশনারের আহ্বান: দুর্নীতি দমনে সততার প্রত্যয়

দুদকের কমিশনারের আহ্বান: দুর্নীতি দমনে সততার প্রত্যয়

দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, “দলমত নির্বিশেষে, সততার সঙ্গে প্রমাণের ভিত্তিতে কাজ করবে দুদক। আমরা চেষ্টা করব তদন্ত এমন নির্ভুলভাবে করতে, যা এক্সরে রিপোর্টের মতো সঠিক ও স্পষ্ট হবে। যেমন চিকিৎসকরা রিপোর্ট দেখে রোগ শনাক্ত করেন, তেমনি দুদক সমাজের অনিয়ম ও দুর্নীতির সমস্যাগুলো চিহ্নিত করবে।”

তিনি এই বক্তব্য রাখেন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের লন্ডন স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা তার এই সংবর্ধনার আয়োজন করে।

মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী বলেন, “বর্তমানে দুদক জনবলের অভাবে কাজ করছে। অনুমোদিত ২১০০ জনবল থাকলেও মাত্র ১১০০ জনবল নিয়ে আমরা কাজ করছি। তারপরও আমাদের কর্মকর্তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে নিজেদের মধ্যে কোনো ত্রুটি থাকলে তা শোধরানোর জন্য আমরা প্রস্তুত। এমনকি নিজেদের বিরুদ্ধেও সিদ্ধান্ত নিতে দ্বিধা করব না।”

পূর্ববর্তী কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, “যখন কমিশনের দিকে আঙুল ওঠে, তখন মানুষ কাকে বিশ্বাস করবে? কাকে ভরসা করবে? আমি সবার কাছে দোয়া চাই, যেন আমাদের দ্বারা এমন কোনো কাজ না হয় যা বিচারের কাঠগড়ায় দাঁড় করায়।”

তিনি আরও বলেন, “দুদকের কাজ বিচার করা নয়। আমাদের দায়িত্ব হলো যারা আইন ভেঙেছে, নৈতিক স্খলন করেছে, তাদের চিহ্নিত করে বিচারের জন্য সোপর্দ করা। বিচার করবেন বিচারকেরা। একজন প্রাক্তন বিচারক হিসেবে আমি বলব, বাংলাদেশের বিচার ব্যবস্থা আস্থা রাখার মতো।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ ড. এমরান হোসেন। উদ্বোধনী বক্তব্য রাখেন জাতীয় কমিটির সদস্য ও জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী। অনুষ্ঠান পরিচালনা করেন ড. শরিফুল ইসলাম। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert